ধামরাইয়ে যাত্রীবেশে বাসে ডাকাতি, ৩ ডাকাত গ্রেপ্তার

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৪:৩২ পিএম

সাভার: ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা।

শনিবার (২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ধামরাই থানা থেকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, শুক্রবার (১ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে পুলিশ।

[236117]

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর রাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে সিরাজগঞ্জ থেকে যাত্রীবেশে সাত ডাকাত সদস্য উঠে। পরে যাত্রীবাহী বাসটি ধামরাই এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাতরা। পরে অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতির এক পর্যায়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসটি বাথুলি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রী ও স্থানীয়রা ডাকাত সদস্য মিজানুর রহমান ও ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সজিব নামে আরও এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

[236106]

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত ২৫ অক্টোবর রাতেও এই চক্রটি আরও একটি ডাকাতি করে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এএই/এসএস