ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ দেবে বলেও জানিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই’র ওয়েব সাইট সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৭ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮১ টাকা ৯৯ পয়সা। আগের বছর যা ছিল ৭৯ টাকা ৪৯ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
সোনালীনিউজ/এএস