ডিএসইর প্রধান সূচকের ১৭ পয়েন্ট পতন, লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০, ০১:১৯ পিএম

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক ১৭ পয়েন্ট পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে।  

বুধবার (১১ নভেম্বর) বেলা ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গতকালের চেয়ে আজ ডিএসই’র প্রধান সূচক কমে ৪৮৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬০৩ কোটি ২২ লাখ ৯৫ হাজার টাকা। ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। 

বেলা ১টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ওয়েব সাইট রিপোর্টে জানা গেছে, আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস/এমএইচ