আয় কমলেও লভ্যাংশ দেবে সাইফপাওয়ারটেক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০, ০১:৪৬ পিএম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফপাওয়ারটেক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির পরিচালন পর্ষদ গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। 

বুধবার (১১ নভেম্বর) ডিএসই ওয়েব সাইট সূত্র এসব তথ্য জানা গেছে। 

কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ জানিয়েছে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৩ পয়সা। আগের বছর যা ছিল ১৬ টাকা ৮২ পয়সা। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে শূন্য দশমিক ১৯ পয়সা লাভ করেছে কোম্পানিটি।

সোনালীনিউজ/এমএইচ