ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের নিম্মমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এর আগে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন হলেও সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচকের উত্থান দেখা যায়।
আজ সূচকের পাশাপাশি লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১০৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে হয়েছে ১১৮০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭৯৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।
আজ টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা। যা গত কার্যদিবস মঙ্গলবারের থেকে ২৬৬ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকা কম। ওইদিন লেনদেন হয়েছিলো ৯৭২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ