সাপ্তাহিক দর পতনের শীর্ষে আমান ফিড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০, ১২:২৩ পিএম
ফাইল ফটৈা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহের সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

জানা যায়, বিদায়ী সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৮৮ শতাংশ। ওই সময়ে কোম্পানিটি ১৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

সপ্তাহজুড়ে দর পতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার দর কমেছে ১৩.৮২ শতাংশ, তৃতীয় অবস্থানে থাকা কেয়া কসমেটিকস লিমিটেডের ১১.৭৬ শতাংশ, চতুর্থ অবস্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ১০.৬৭ শতাংশ, পঞ্চম স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮..৪৮ শতাংশ, ষষ্ঠ অবস্থানে থাকা একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড ৮.৩৩, সপ্তম অবস্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডের ৭.৮৯ শতাংশ, অষ্টম অবস্থানে থাকা সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.৬৪ শতাংশ, নবম অবস্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের ৭. ৪৮ শতাংশ এবং দশম অবস্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৭. ১৯ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এমএইচ