ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের চতুর্থ কার্যদিবসে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড এর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
বুধবার (৬ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৭০০ বারে ১৪ লাখ ৮৭ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ২৭ হাজার ৫৪৫ বারে ২ কোটি ৫ লাখ ২১ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ফু-ওয়াং সিরামিক ৯ দশমিক ৮৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯ দশমিক ৭০ শতাংশ, একটিভ ফাইনের ৯ দশমিক ৫৬ শতাংশ, এপোলো ইস্পাতের ৯ দশমিক ৫২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৪৮ শতাংশ, এসএস স্টিলের ৭ দশমিক ৮৪ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ৭ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।
সোনালীনিউজ/এএস