ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ (৩০ জুন’২০) সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০% লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এর মধ্যে কোম্পানি ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে হয়েছে ৮ টাকা ৩০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৭৬ পয়সা। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লার্টফর্মে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোনালীনিউজ/এএস