দর পতনের শীর্ষে ঢাকা ডাইং

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ০৩:৫৫ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। 

বুধবার (২০ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৯০ পয়সা। গত কার্যদিবস মঙ্গলবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৭ টাকা ৬০ পয়সা।

বুধবার কোম্পানিটি ১০০ বারে ১ লাখ ৯২ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা মিথুন কার্টং এন্ড ডাইং লিমিটেড এর শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫১ শতাংশ বা ৮০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৮ টাকা ৬০ পয়সা। গত কার্যদিবস মঙ্গলবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৯ টাকা ৪০ পয়সা। 

আজ কোম্পানিটি ২৩৫ বারে ২ লাখ ৪৯ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এর দর কমেছে ৮ দশমিক ২০ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সায়। গত কার্যদিবস মঙ্গলবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৭০ টাকা ৭০ পয়সা। 

বুধবার কোম্পানিটি ৪৮০ বারে ২ লাখ ৬৬ হাজার ৬৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

দর পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৭ দশমিক ৬৪ শতাংশ, পঞ্চম স্থানে থাকা স্টান্ডার্স ইন্স্যুরেন্স লিমিটেড এর ৬ দশমিক ৮৩ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স এর ৬ দশমিক ৭০ শতাংশ, সপ্তম স্থানে থাকা অলটেক্স লিমিটেড এর ৬ দশমিক ৭০ শতাংশ, অষ্টম স্থানে থাকা যমুনা অয়েল কোম্পানি এর ৬ দশমিক ৫৭ শতাংশ, নবম স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি এর ৫ দশমিক ৬৬ শতাংশ এবং দশম স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এর শেয়ার দর ৫ দশমিক ৬০ শতাংশ দর কমেছে। 

সোনালীনিউজ/এএস