ঢাকা: চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলো বাজার মূলধন হারিয়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা।
শনিবার (২৩ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে ১৭-২১ জানুয়ারি’২১ পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর বাজার মূলধন বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি ৫ লাখ ২১ হাজার টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ জানুয়ারি) লেনদেন শুরুকালে ছিল ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসই’র বাজার মূলধন কমেছে ৯ হাজার ৪২০ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৮২৪ কোটি ৮৭ লাখ ৪১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৫১৮ কোটি ৪২ লাখ ৬ হাজার ৪৭২ টাকা কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৩৪৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। অপরদিকে শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ২৯৪.৬৪ এবং ডিএসই-৩০ সূচক শূণ্য দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২২০৮.৮২ পয়েন্টে।
সোনালীনিউজ/এএস/এমএইচ