ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত সোনালী আঁশ আয় কমেছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪১ টাকা কমেছে।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫.৩৪ টাকা।
শিল্পখাতের কোম্পানিটি ১৯৮৫ সালে শেয়াবাজারের তালিকাভুক্ত হয়। সবশেষ ২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
সোনালীনিউজ/এএস