ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম.আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
সপ্তাহজুড়ে দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর দর বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৬ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।
তালিকার কোম্পানিগুলো মধ্যে চতুর্থ স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৬ দশমিক ৬৩ শতাংশ, পঞ্চম স্থানে থাকা হাওয়া ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড এর ৬ দশমিক ৬১ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বেটবিসি) লিমিটেড এর ৬ শতাংশ, সপ্তম স্থানে থাকা রেকিট বেনজিার বিডি লিমিটেড এর ৪ দশমিক ৪৩ শতাংশ, অষ্টম স্থানে থাকা বিএসআরএম স্টিল লিমিটেড এর ৪ দশমিক ১৮ শতাংশ, নবম স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৩ দশমিক ২৯ শতাংশ এবং দশম স্থানে থাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৩ দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে সপ্তাহজুড়ে।
সোনালীনিউজ/এমএইচ