ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আয় সামান্য কমেছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২৮ পয়সা।
গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের (জুলাই-ডিসেম্বর’১৯) একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৯ পয়সা।
৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.২২ টাকা।
শিল্পখাতের কোম্পানিটি ১৯৭৭ সালে শেয়াবাজারের তালিকাভুক্ত হয়। সবশেষ ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
সোনালীনিউজ/এএস