ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত আমান ফিড লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেয়া যায়, কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিলো ৭৫ পয়সা। অর্থাৎ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে দুই পয়সা।
এদিকে প্রতিবেদনে দেখা যায়, জুলাই-ডিসেম্বর’২০ পর্যন্ত দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৬৬ পয়সায়। যা জুলাই-ডিসেম্বর’ ২০১৯ এর একই সময়ে ছিল এক টাকা ৬০ পয়সা। অর্থাৎ চলতি হিসাব বছরের ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ছয় পয়সা।
৩১ ডিসম্বের’ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের (এনএভিপিএস) পরিমান দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮০ পয়সা।
সোনালীনিউজ/আরএইচ