সাপ্তাহিক দর বৃদ্ধিতে ই-জেনারেশনের ‘আঙ্গুল ফুলে কলাগাছ’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ০১:০১ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ওই সময়জুড়ে ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৯ দশমিক ৫১ শতাংশ। এ যেন কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হওয়ার সুযোগ অতিবাহিত হলো।

শনিবার (৪ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে সাপ্তাহিক (২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত) বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৬শ’ টাকা।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। এ সময়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১১ লাখ ১২ হাজার ৪শ’ টাকা। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

তালিকায় তৃতীয় স্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১০ কোটি লাখ ৬৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৮শ’ টাকা।

তালিকার কোম্পানিগুলো মধ্যে চতুর্থ স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেডের ১৬ দশমিক ০৮ শতাংশ, পঞ্চম স্থানে থাকা বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১৬ দশমিক ০৬ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ৭৭ শতাংশ, সপ্তম স্থানে থাকা লিবরা ইনফিউশনস লিমিটেডের ১১ দশমিক ২৮ শতাংশ, অষ্টম স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ১১ দশমিক ২৪ শতাংশ, নবম স্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ দশমিক ৬২ শতাংশ এবং দশম স্থানে থাকা এআইবিল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১০ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে সপ্তাহজুড়ে।

সোনালীনিউজ/এমএইচ