ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বাড়ার শীর্ষ স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
রোববার (৭ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫১ শতাংশ বা ৫ টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬০ পয়সা। আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার মূল্য ছিল ৫২ টাকা ৬০ পয়সা।
আজ ৭ হাজার ২৫১ বারে কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।
তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বেটবিসি) শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ বা ৪১ টাকা ৭০ পয়সা।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫৯৮ টাকা ৫০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৫৫৬ টাকা ৮০ পয়সা।
রোববার ১৮ হাজার ৪৯১ বারে কোম্পানিটির ১৯ লাখ ৪৬ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৫১ কোটি ৭০ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৪৫ টাকা।
আজ ৬ হাজার ৫৫১ বারে কোম্পানিটির ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৪৩২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৬৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় চতুর্থ স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ৭ দশমিক ৭২ বা ৮ টাকা ৬০ পয়সা, পঞ্চম স্থানে থাকা বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৬ দশমিক ১৩ শতাংশ বা ৯৫ টাকা ৪০ পয়সা, ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ৬ দশমিক ০৩ শতাংশ বা ৪ টাকা ২০ পয়সা, সপ্তম স্থানে থাকা সিটি ব্যাংক লিমিটেডের দর বেড়েছে ৫ দশমিক শূণ্য ৪১ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা, অষ্টম স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) ৫ দশমিক ৩৩ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা, নবম স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ০৪ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা এবং দশম স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৯২ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা।
সোনালীনিউজ/এমএইচ