দর পতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৫:৩১ পিএম

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারের দর পতন বা টপটেন লুজারের তালিকায় প্রথমে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্স ফান্ড। রোববার (৭ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ বা ৯০ পয়সা কমেছে।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৮ টাকা ৮০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার দেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৯ টাকা ৭০ পয়সা।

বৃহস্পতিবার কোম্পানিটি ২৪২ বারে ৭ লাখ ৫৪ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সি এন্ড এ টেক্সটাইল লিমিটেড এর শেয়ার দর কমেছে ৮ শতাংশ ৩৩ বা ২০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২ টাকা ২০ টাকা। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২ টাকা ৪০ পয়সা। 

আজ কোম্পানিটি ২৩০ বারে ১৬ লাখ ৬০ হাজার ৭৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফিন কো. লিমিটেড এর শেয়ার দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ বা ৩ পয়স।  

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৪ টাকা ২০ পয়সা। 

আজ কোম্পানিটি ৮ বারে ১৩ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যানশিয়াল সার্ভিসে লিমিটেড এর দর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ, পঞ্চম স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড এর ৬ দশমিক ০৬ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারস লিমিটেড এর ৪ দশমিক ৯২ শতাংশ, সপ্তম স্থানে থাকা ই-জেনারেশন লিমিটেড এর ৪ দশমিক ৮২ শতাংশ, অষ্টম স্থানে থাকা শ্যাম্পুর সুগার মিলস লিমিটেড এর ৪ দশমিক ৩০ শতাংশ, নবম স্থানে থাকা সাফকো স্পিনিং মিলস লিমিটেড এর ৪ দশমিক ২৭  শতাংশ এবং দশম স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর শেয়ার দর ৪ দশমিক ১৯ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/আরএইচ