ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে সূচকের নিম্মমূখী প্রবনতায় লেনদেন শেয় হয়েছে। এদিন সূচকের ব্যাপক পতনের পাশাপানি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট।
বৃহস্পতিবার (১8 মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ডিএসই’র ব্রড ইনডেক্স এদিন ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে হয়েছে ১২৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২০৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ২৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।
টাকার অঙ্কে ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬শ’ ৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ