ঢাকা: নতুন তালিকাভুক্ত হওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড শেয়াবাজারে লেনদেন শুরু করেছে আজ সোমবার (২২ মার্চ)। এদিন সকাল ১০টায় বাজার শুরুর সময় ১৫ টাকা দরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু করে ব্যাংক খাতের এ কোম্পানিটি।
তবে বেলা সকাল পৌনে ১২টায় ১৩ টাকা দরে ব্যাংকটির শেয়ার বিক্রি হয়েছে। এ সময়ে ২৫ হাজার ৫৫৫ বারে ২ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৪৮৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। তাতে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। গত এক বছরে আসা নতুন কোম্পানিগুলোর তালিকাভুক্তির দিনে এত পরিমাণে শেয়ার বিক্রি হয়নি।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
১২০ কোটি টাকার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিতরণ করা হয় ৬০ শতাংশ বা ৭২ কোটি টাকার শেয়ার। বাকি ৪০ শতাংশ শেয়ার বরাদ্দ দেওয়া হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরির মধ্যে বাংলাদেশিদের জন্য বরাদ্দ ৪০ শতাংশ বা ৪৮ কোটি টাকা। এই ৪৮ কোটি টাকার শেয়ার পেতে আবেদন করেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৩ জন। তাদের আবেদনের বিপরীতে জমা হয়েছে ৫২১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা, যা কোম্পানির জন্য বরাদ্দের ১০ দশমিক ৮৬ গুণ বেশি।
গত বছরের ১৮ নভেম্বর বিএসইসির অনুমোদন পায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক। চলতি মাসের শুরুতে ব্যাংকটি আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু ও সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশের জন্য কমিশনের কাছ থেকে সম্মতিপত্র পায়। ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড। ব্যাংকটির নিরীক্ষক হিসেবে রয়েছে কেএম হাসান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।
গত বছরের তিন প্রান্তিক অর্থাৎ গত বছরের ৯ মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২.৪১৪ টাকা দাঁড়িয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল দশমিক ৩৭৮ টাকা। সেই হিসাবে ব্যাংকটির আয় দুই দশমিক ০৩৬ টাকা বা ৫৩৯ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।
সোনালীনিউজ/আরএইচ