ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন লেনদেন হওয়ার বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বুধবার (৩১ মার্চ) ডিএসইর ওয়েবসাইট থেকে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আজ ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১১ টির, দর কমেছে ২৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০ টির।
আলোচ্য দিনটিতে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৫শ’ ৬০ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ