ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ থেকে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিও হিসাবে পাঠানো হয়েছে বলে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে।
এর আগে গত ৩০ মার্চ ৩৫তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর’ ২০২০-এ সমাপ্ত হিসাববছরের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়ে ১০ বছরের সর্বোচ্চ লভ্যাংশ দেয়ার রেকর্ড গড়েছে। এর মধ্যে ২৪ দশমিক ৫ শতাংশ নগদ এবং ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।
২০১০ সালে ৩২ শতাংশের বেশি লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। ওইবছর ৪০ শতাংশ লভ্যাংশ দেয়া হয়েছিলো। এরপর দশ বছর পর এবার সর্বোচ্চ ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৯ পয়সা।
সোনালীনিউজ/এমএইচ