ঢাকা: সারাদেশে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শেষে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার ব্যাংকের সংঙ্গে সম্পৃক্ততা রেখে অর্ধঘন্টা বাড়িয়ে দেশের শেয়ারবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করা হয়েছে। আড়াই ঘন্টা লেনদেনের প্রথম দিনে এসে আজ সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
এর আগে কঠোক বিধিনিশেধ চলাকালীন সময়ে ৩ কার্যদিবস সূচকের উত্থান হলেও শেষের দুই কার্যদিবস পতনে শেষ হয়। অর্থাৎ দুই কার্যদিবস পর আবারও সূচকের উত্থান দেখলো শেয়ারবাজার।
দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দরও।
সোমবার (১২ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।
দেখা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স এদিন ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯শ’ ৬০ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৪শ’ ৯৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ