ঢাকা: সরকার ঘোষিত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধি-নিষেধের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৪ঘন্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা জারি করার পর শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে শেয়ারবাজারে। এ সময়ে প্রি-অপেনিং সেশন বন্ধ থাকবে এবং ১৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
বুধবার পহেলা বৈশাখের সরকারি ছুটির কারণে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমে বলেন, ব্যাংক ছাড়া পুঁজিবাজারের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা চাইলেও ব্যাংক ছাড়া আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতাম না। এখন যেহেতু ব্যাংক খোলার সিদ্ধান্ত এলো আমাদের পুঁজিবাজারের কার্যক্রমও চলবে।
সোনালীনিউজ/এমএইচ