সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০১:০৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: তৃতীয় কার্যদিবসে হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়ে যাওয়ার একদিন পরেই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন ৭ শ কোটি টাকা ছাড়িয়েছে। 

বুধবার (২১ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র ভাব লক্ষ্য করা গেছে। 

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএইসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩০টির, শেয়ার দর কমেছে ১৫৭টির এবং ৬৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/আরএইচ