বাজার মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০২:৩৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: সরকার ঘোষিত সর্বাত্মক বিধিনিষেধের মধ্যেও শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। সদ্য বিদায় সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকারও বেশি।

ডিএসই’র ওয়েবসাইট থেকে ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ চিত্র দেখা গেছে।

দেখা যায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫ হাজার ৫৬২ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৭৮৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২ হাজার ২৪০ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা বা ১১১ শতাংশ বেশি। আগের সপ্তাহে একচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯ কোটি ২২ লাখ ৯২২ টাকা।

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ও লেনদেনের পাশাপাশি ডিএসইর সূচকগুলোও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৫ দশমিক ০৩ পয়েন্টে। 

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয় যথাক্রমে ১ হাজার ২৩৭ দশমিক ৩৯ পয়েন্ট এবং ২০৮৭ দশমিক ৫৫ পয়েন্টে।

সোনালীনিউজ/এমএইচ