ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৫৪ লাখ ২ হাজার ৬৫৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০২ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৩৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৭ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৬২ কোটি ৩১ লাখ ২৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৪০ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশন্যাল ফিডের ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১১৫ কোটি ৯ লাখ ২৪ হাজার টাকার, রবি আজিয়াটার ১১০ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার, এশিয়ার প্যাসিফিকের ৭৮ কোটি ৯ লাখ ৯৪ হাজার টাকার ও অগ্রণী ইন্স্যুরেন্সের ৭৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনালীনিউজ/এমএইচ