এসএস স্টিলের মুনাফা বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:২৬ পিএম
ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের পরিচালনা পর্ষদ (জুলাই’২০-মার্চ’২১) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে দেখা যায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৪১ শতাংশ বেড়েছে। 

বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) সমন্বিত শেয়ারপ্রতি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৬২ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৬ টাকা বা ৯২ শতাংশ বেড়েছে।

৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) পুনর্মূল্যায়নসহ দাঁড়িয়েছে ১৯.৫২ টাকায়।

সোনালীনিউজ/আরএইচ