বড় লেনদেনে সপ্তাহ শেষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২১, ০৩:২৬ পিএম
ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে বড় দেশের প্রধান শেয়ারবাজারের লেনদেন সমাপ্ত হয়েছে। আজ লেনদেন ১৪শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহে চার কার্যদিবসে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে ছিল।

বৃহস্পতিবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫২পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮০টির, শেয়ার দর কমেছে ১২০টির এবং ৬০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/আরএইচ