কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু শুক্রবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৩:০৩ পিএম
ফাইল ফটো

ঢাকা: ২৫ শতাংশ কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল শুক্রবার থেকেই সশরীরে কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) শফিকুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল কাউন্টারে ৮ জুনের টিকিট পাওয়া যাবে। গতকাল রেলওয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে আন্তঃনগর ট্রেনগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করছে। এত দিন অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আগামীকাল সকাল ৮টা থেকে ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে রেলওয়ে।

সোনালীনিউজ/এমএইচ