ডিএসইতে সূচকের বড় পতনে লেনদেন শেষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৩:৪৫ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শোয়ার ও ইউনিট দর।

সোমবার (৭ জুন) সপ্তাহের দ্বিতীয় কাযদিবসের ডিএসইর ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

ডিএসইর প্রধান সূচক এদিন আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭৫ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৮৯ এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টি, কমেছে ২৪২টি আর অপরিবর্তিত রয়েছে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ