সূচকের উত্থান হলেও কমল লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০১:৫৪ পিএম
ফাইল ফটো

ঢাকা: টানা দুইদিন আলোচিত-সমালোচিত পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসে উত্থানে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন স্টক এক্সচেঞ্জটির সবগুলো সূচকের উত্থান দেখা গেছে। তবে টাকার অংকে আজ লেনদেনের পরিমাণ কমেছে।

বুধবার (২৮ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে এক হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো এক হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা। সে হিসেবে গত কার্যদিবসের থেকে আজ টকার অংকে লেনদেন কমেছে ১০১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ