ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তারিক আমিন ভুঁইয়া কাজে যোগদান করায় তাকে শুভেচ্ছা জানিয়েছে ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড দি` রোজারিও নেতৃত্বে এ নব-এমডিকে শুভেচ্ছা প্রদান করা হয়৷
এসময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক সকলকে স্বাগত জানিয়ে বলেন, ডিবিএ দেশের পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ সংগঠন৷ আপনাদের রয়েছে দীর্ঘদিনের বহুমূখী অভিজ্ঞতা৷ আপনাদের মাঝে আছে নতুন এবং পুরাতনের সংমিশ্রণ৷ পুরাতনদের অভিজ্ঞতা আর নতুনদের কর্মস্পৃহায় দেশের পুঁজিবাজারকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি৷
ডিএসই’র এমডি আরো বলেন, ডিএসই’র উন্নয়নের জন্য আমি কিছু লক্ষ্য নির্ধারণ করেছি৷ যাকে বলতে পারি ফাইভ পি-পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি৷ এই ফাইভ পি বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্নাঙ্গরূপে ডিজিটাল হবে৷ এ কাজের জন্য সর্বপ্রথম প্লাটফর্মের উপর গুরুত্ব দেওয়া হবে৷ একটি ভাল প্লাটফর্ম স্টক এক্সচেঞ্জকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে৷ তাই ডিএসই প্লাটফর্মের উপর আমাদের অধিক গুরুত্ব থাকবে৷ এভাবে ধারাবাহিকভাবে ফাইভ পি বাস্তবায়ন করবো৷
তিনি আরো বলেন, এখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সকলের সুযোগ-সুবিধা দেখা সবার দায়িত্ব৷ দেশের পুঁজিবাজারের প্রতি জনগনের যে আস্থা তৈরী হয়েছে তা যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি৷ বিশেষ করে পুঁজিবাজার বর্তমানে যে অবস্থায় আছে তাকে আরও গতিময় করা এবং সকল ক্ষেএে আধুনিকায়ন করা দরকার৷
তারিক আমিন ভুঁইয়া বলেন, ডিএসইকে এখন চিন্তা করতে হবে বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে সেভাবে পুঁজিবাজারকে-কে এগিয়ে নেয়া৷ পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক একচেঞ্জের কার্যক্রম বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে৷
ডিবিএর প্রতিনিধিগণ বলেন, আপনার দীর্ঘ কর্মময় জীবনে রয়েছে বহুমুখী অভিজ্ঞতা৷ বিশেষ করে ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি এবং আইটি উন্নয়নে আপনার অবদান অনস্বীকার্য৷ আমরা আশা করি, আপনার গতিশীল নেতৃত্বে ডিএসই-এর সকল ক্ষেএে আধুনিকায়ন করে বাস্তবতার নিরীখে সমন্বয়ের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের সেবাদানের পেশাদারীত্বের আরো উন্নয়ন ঘটবে৷ ডিএসই এমডি’র মেধা ও ডাইনামিক লিডারশিপ ব্যবহার করে ব্রোকারহাউজের প্রতিনিধি দল উপকৃত হতে চায়৷
প্রতিনিধিগণ আরও বলেন, পুঁজিবাজারের পণ্যের বৈচিএতার আরও প্রসার ঘটিয়ে ডিএসই ইনকামের বিভিন্ন সোর্স তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ৷ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল মহল আপনার নেতৃত্বে তাদের স্বার্থ সংরক্ষণ করে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করবে এবং ডিএসইর কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে, এ প্রত্যাশা আমাদের সকলের৷ এব্যাপারে ডিবিএ’র সহযোগিতা সব সময় ডিএসই পাশে থাকবে বলে ব্রোকার প্রতিনিধিরা আশ্বস্ত করেন৷
এসময় উপস্থিত ছিলেন ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম, পরিচালক ড. ওসমান গনি চৌধুরী, ওয়ালিউল ইসলাম, দাস্তাগির মোঃ আদিল, মাসুদুল হক, জায়েদ রহমান, ওমর হায়দার। ডিএসই’র পক্ষে ছিল ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারি, এফসিএমএ; প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
সোনালীনিউজ/এমএইচ