ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সূচক বাড়ার পাশাপাশি গত ১১ বছরের মধ্যে স্টক এক্সচেঞ্জটিতে টাকার অংকে একদিনের সর্বোচ্চ লেনদেন হয়েছে।
সোমবার (৯ আগস্ট) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসইর তিনটি সূচকই এখন সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১৭৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩ হাজার ২৩৯ কোটি, ২ ডিসেম্বর ৩ হাজার ১৭৯ কোটি, ২৮ অক্টোবর ২ হাজার ৯৪৬ কোটি এবং ৩ অক্টোবর ৩ হাজার ২০৮ কোটি টাকার লেনদেন হয় স্টক এক্সচেঞ্জটিতে। এর মধ্যে ৫ ডিসেম্বরের ৩ হাজার ২৪৯ কোটি টাকার লেনদেনটিই এখন পর্যন্ত ঢাকার স্টক এক্সচেঞ্জের একদিনের সর্বোচ্চ লেনদেন। সে হিসেবে আজকের লেনদেনটি ডিএসইর ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ লেনদেন। অন্যদিকে ২০১০ সালের ৫ ডিসেম্বরের পর অথাৎ প্রায় ১১ বছর পর আজকে স্টক এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিকে গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা। আজকের লেনদেন গত কার্যদিবসের লেনদেন থেকে ৪২৭ কোটি ৭৯ লাখ ২৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
সোনালীনিউজ/এমএইচ