ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ছয় কার্যদিবস পর গতকাল মঙ্গলবার সূচকের পতন হলেও বুধবার লেনদেন শেষ হয়েছে উত্থানে। তবে দিনভর আজ সূচকের উত্থান-পতনের খেলা চললেও লেনদেন শেষ হয়েছে ইতিবাচক ধারায়। আজ সূচক বাড়লেও স্টক এক্সচেঞ্জটিতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৯৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, দর কমেছে ২৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে দুই হাজার ২১২ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ