ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশী ৬.৬০ শতাংশ দর হারিয়েছে নুরানি ডাইংয়ের শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ডিএসইর একাটি টিম কোম্পানিটির কারখানা ও হেড অফিস পরিদর্শণে গেলে কার্যক্রম বন্ধ দেখতে পায়। এই খবর ছড়িয়ে পড়ায় কোম্পানিটির সবচেয়ে বেশী দর পতন হয়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।
সূত্র মতে, মঙ্গলবার নুরানি ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.৬০ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৮২ শতাংশ, বিকন ফার্মার ৪.৬৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.২৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৩.৯৩ শতাংশ, ওয়ালটনের ৩.৮৬ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩.৬৩ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের শিয়ার দর ৩.৬১ শতাংশ কমেছে।
সোনালীনিউজ/এমএইচ