সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:০৮ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একইসঙ্গে আজ গত কার্যদিবসের থেকে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে।

ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬১ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ