সাপ্তাহিক শেয়ারবাজার

গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক, দরপতনে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:২৪ পিএম

ঢাকা : সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। অন্যদিকে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭০ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫১.৩২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫.৮৬ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৬৭ পয়েন্ট ১.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৭.২০ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের মত টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৭৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৪ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৮০ লাখ ৭০ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯৯ লাখ ১০ হাজার  টাকা।

জনতা ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৬২ লাখ ৩৬ হাজার  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, শাহজিবাজার পাওয়ার, আজিজ পাইপস ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

এদিকে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ইউনিটির সর্বোচ্চ দর কমেছে ৬.৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৬ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার  টাকা।

শাইনপুকুর সিরমিকস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৬.২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬১ কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার  টাকা।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, পাইনিয়ার ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, আনলিমা ইয়ার্ন ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮৬৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৫৯৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন দুই হাজার ৭৩০ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ২৭১ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টির বা ৫৭.৬৭ শতাংশের, কমেছে ১৩৯টির বা ৩৬.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৫.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

এদিকে ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৫৭৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা।

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৫৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯১ কোটি ৪১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ইসলামিক ফিন্যান্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৬৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৯৪৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৯৮ কোটি ৭ লাখ ২৬ হাজার ১২০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

সোনালীনিউজ/এলএ/এমটিআই