ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর সোমবার (৪ অক্টোবর) ৪ দশমিক ৯৬ শতাংশ বা ২৪ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
গতকাল লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর ছিলো ৪৯৩ টাকা ৬০ পয়সা। সেখান থেকে আজ লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ টাকা ১০ পয়সা। যা কোম্পানিকে আজকের টপ টেন গেইনার লিস্টের মধ্যে পঞ্চম অবস্থানে তুলে এনেছে।
এর আগে রোববার কোম্পানিটির শেয়ার দর বেড়েছিলো ৮.৭৪ শতাংশ বা ৩৯ টাকা ৭০ পয়সা। যা ছিলো ওইদিনের টপ টেন গেইনার লিস্টের দ্বিতীয় অবস্থান।
কোম্পানিটি ৩০ জুন ২০২১ অর্থবছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ নগদ ও ২০ শতাংশ বোনাস।
সোমবার ডিএসইতে আগ্রহের শীর্ষে বা টপ টেন গেইনারের প্রথমে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার দর ৮.৮০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.৫২ শতাংশ, সী পার্লের ৭.৬২ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.৩৭ শতাংশ, একটিভ ফাইনের ৪.৩৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.২৪ শতাংশ, বিকন ফার্মার ৪.০৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৩.১১ শতাংশ এবং আইসিবির শেয়ার দর ৩.১০ শতাংশ বেড়েছে।
সোনালীনিউজ/এমএইচ