ডিএসইর সিআরও‍‍`র পদত্যাগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১২:৫২ এএম

ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) মো. শওকত জাহান খান পদত্যাগ করেছেন। ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে ডিএসই সূত্রে জানা গেছে।

গত ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন তার নিয়োগে অনুমোদন দেয়। কাজে যোগদানের মাত্র ৩ মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

এর আগে মো. শওকত জাহান খান রূপালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসাযয়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিংয়ে অভিজ্ঞ মো. শওকত জাহান খান সোনালী, রূপালী এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

এর আগে গত ৩ অক্টোবর ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

সোনালীনিউজ/এমএইচ