টানা পতনের চতুর্থ দিনে ডিএসইএক্স সূচক কমলো ৯৫ পয়েন্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: টানা পতনের চতুর্থ দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় একশ পয়েন্ট।পাশাপাশি এদিন স্টক এক্সচেঞ্জটিতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর হারালেও টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের তুলনায় ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ সূচক ১৬ পয়েন্ট ও ‘ডিএসই ৩০’ সূচক ২৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৪৫২ পয়েন্ট এবং ২৬১৭ পয়েন্টে। 

আজ দেশের প্রধান শেয়ারবাজারে ১ হাজার ৩১৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৮৪ কোটি ৬৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩১৪ কোটি ২১ লাখ টাকার।

বুধবার ডিএসইতে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ২৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৫২ পয়েন্ট কমে ২০ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে আজ মোট ২৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। 

আলোচ্য দিনটিতে সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আজ সিএসইতে টাকার পরিমানে লেনদেন কমেছে ৫ কোটি ৬৭ লাখ টাকার।

সোনালীনিউজ/এমএইচ