ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালীকে হারিয়ে জয়ী হয়েছেন শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন।
রোববার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনে রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।
এবারের নির্বাচনে শরীফ আনোয়ার হোসেন ২৭ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ০৩২ ভোট এবং আহমেদ রশিদ ২১ কোটি ৬৬ লক্ষ ৩২ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। এতে ডিএসইর ২৫৯ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট প্রদান করেন।
ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমানের ৩ বছরের মেয়াদ শেষের পথে। তার জায়গায় পরিচালক হওয়ার জন্য আজ নির্বাচন হয়। এতে মনোনয়ন সংগ্রহ করেন ওই ২ জন।
জানা গেছে, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য সময় নির্ধারিত ছিল। যা জমা দেওয়া গেছে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাহারের সময় রাখা হয়েছিল।
সোনালীনিউজ/এমএইচ