ঢাকা: আইপিও ফান্ড ব্যবহার করে বাণিজ্যিক স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি রাজধানীর কুড়িল বাড্ডায় অবস্থতি র্যাঙ্গস বিজনেস সেন্টারের নবম ফ্লোরে ‘এ এবং বি’ টাইপে (৫ হাজার ৩১৫ স্কয়ার ফিট) এই বাণিজ্যিক স্পেস ক্রয় করবে। এখানে ৪৫৬ স্কয়ার ফিটের চারটি গাড়ি পাকিংয়ের ব্যবস্থাও রয়েছে।
এই বাণিজ্যিক স্পেস ক্রয় করতে কোম্পানিটির ৮ কোটি ১ লাখ ৩১ হাজার টাকা খরচ হবে।
সোনালীনিউজ/এমএইচ