ঢাকা: বাংলাদেশের শেয়ারবাজারে দুটি দুর্বল দিক রয়েছে। এর মধ্যে একটি হলো ডেবথ মার্কেট না থাকা। এখন অবশ্য আস্তে আস্তে ডেবথ মার্কেটের দিকে যাচ্ছে। অপরটি হলো- মেচিউর্ড মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশি টার্ণওভার করা। কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারী বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেক্সিমকো সুকুকের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন ডিএসইর এমডি তারিক আমিন ভূঁইয়া।
সালমান এফ রহমান বলেন, অন্যান্য দেশের শেয়ারবাজার ইকুইটি ও ডেবথ পন্য নিয়ে ঘঠিত হলেও বাংলাদেশের শেয়ারবাজার মূলত ইকুইটি পন্য নিয়ে ঘঠিত। তবে বিএসইসির নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর সেটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে ডেবথ সিকিউরিটিজ হিসেবে বেক্সিমকো সুকুক বন্ড লেনদেনের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মার্কেটকে আরও এগিয়ে নিতে হলে ডেবথ মার্কেট আরও বাড়াতে হবে।
এর আগে ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় ডিএসই মাল্টিপারপাস হলে গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
পরে সকাল ১০টায় ১১০ টাকায় বন্ডটির লেনদেন শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির শেয়ার দর ১০৫ টাকায় লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত বন্ডটির ১৩ লাখ ১৮ হাজার ৪৭৮টি ইউনিট এক হাজার ৮৮১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৪ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত বেক্সিমকো গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “BEXGSUKUK” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৮।
সোনালীনিউজ/এমএইচ