ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারকে চান্দিনা পাওয়ার প্লান্ট (ইউনিট-২) এবং মাধবদী পাওয়ার প্লান্টে (ইউনিট-২) কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি)।
সোমবার (৭ ফেব্রুয়ারি) কোম্পানিটি পাওয়া প্ল্যান্ট চালুর অনুমতি পায় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
এর আগে, গত বছরের ১৪ নভেম্বর চান্দিনা পাওয়ার প্লান্ট-২ এর বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ায় উৎপাদন বন্ধ করেছিল সামিট পাওয়ার। একই বছরের ১৫ ডিসেম্বর মাধবদী পাওয়ার প্লান্টেও উৎপাদন বন্ধ করেছিল কোম্পানিটি।
বিআরইবি অনুমোদন দেয়ায় দুই পাওয়ার প্লান্টেই উৎপাদন করতে পারবে সামিট পাওয়ার।
সোনালীনিউজ/এমএইচ