‘মীর স্টিল মিলস’ নামে সহযোগী প্রতিষ্ঠান করবে মীর আখতার

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেনের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মীর আখতার হোসেনের সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ‘মীর স্টিল মিলস’। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসার মূল্য কার্যক্রম শুরু করবে।

জানা যায়, মীর আখতার হোসেন সহযোগী প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার ধারণ করবে।

প্রসঙ্গত, মীর আখতার হোসেন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। কোম্পানিটির পরিশোধিদত মূলধন ১২০ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৮.৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৫৬ শতাংশ ও ৪৬.৮৬ শতাংশ শেয়ার রয়েছে। 

সোনালীনিউজ/এএইচ