ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২১সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়াও ২০২১ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ-সহ মোট ১৫শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ইভিপি ও কোম্পানী সচিব মো. আবুল বাশার।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. গোলাম কুদ্দুস, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মো. হারুন মিয়া, মো.আব্দুল বারেক, আব্দুলহালিম, আক্কাচউদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুররহমান, এ কে আজাদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুননাহার, ফকির মাশরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম.মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা রকামরুলহাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো.শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ওজনাবনাসিম সেকান্দার, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ঢাকাষ্টক এক্সচেঞ্জ লিঃএর প্রতিনিধি, চট্টগ্রামষ্টক এক্সচেঞ্জ লিঃএর প্রতিনিধি, ব্যাংকের বহিঃনিরীক্ষক এক নাবিন চার্টার্ড একাউন্ট্যান্টফার্ম এর প্রতিনিধি ও পরিচালক ফয়েজ আহমেদ, ইন্ডিপেডেন্ট স্ক্রুটিনাইজারচার্টার্ড একাউন্ট্যান্টফার্ম-আর্টিসান এর প্রতিনিধি আহসান হাবীব,ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএএবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশ গ্রহণ করেন।
সোনালীনিউজ/এসআই