বাড়ছে না সময়, শেষ হচ্ছে বাণিজ্য মেলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ১০:০২ এএম

ঢাকা: শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেলায় শেষ শুক্রবার ছিল ২৭ জানুয়ারি। এদিন অন্তত সাড়ে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা। উপচে পড়া ভিড়ে অন্যান্য দিনের তুলনায় বিক্রিও দ্বিগুণ হয়েছে, বলছেন ব্যবসায়ীরা।

সবকিছু বিবেচনায় মেলার সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। তবে মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ছুটির দিনে স্বাভাবিকভাবে অধিক লোকসমাগম হয়ে থাকে।  মেলায় এক দিনে সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোকসমাগম হয়েছে। বেচাবিক্রিও অনেক বেড়েছে। এত মানুষ হয়েছে যে গেট দিয়ে ঠিকভাবে প্রবেশ করতে পারছিল না। দর্শনার্থীরা কে কার আগে যাবে; এ নিয়ে হুড়োহুড়ি করছে। তবে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

মেলার সময় বাড়ানোর সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, মেলার সমাপনী তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা পরিবর্তন করার সুযোগ নেই।

সোনালীনিউজ/এম