ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয়

বাংলাদেশে খরচের শীর্ষে মার্কিনিরা, দ্বিতীয় যুক্তরাজ্য

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০১:৩০ পিএম

ঢাকা : বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। আর তাদের এই অর্থ ব্যয়ের প্রধান মাধ্যম হলো ক্রেডিট কার্ড।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেশ ও দেশের বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচের একটি চিত্র তুলে ধরা হয়েছে।

চলতি বছর মার্চের হিসাবে দেখা যাচ্ছে, সম্মিলিতভাবে বিদেশি নাগরিকরা বাংলাদেশে কার্ড দিয়ে যে পরিমাণ খরচ করে থাকেন তার এক চতুর্থাংশের বেশি ব্যয় করেন মার্কিন নাগরিকরা। এদিকথেকে ওই মাসে তারা খরচ করেছেন ৬১ কোটি টাকার বেশি।

অন্যদিকে এই মাধ্যমে ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা। মার্চে তাদের ব্যয় ২৮ কোটি টাকার বেশি ছিল। আর ভারতের নাগরিকরা ব্যয় করেছেন প্রায় ২৫ কোটি টাকা।

এছাড়াও সিঙ্গাপুর, চীন, কানাডা, জাপান, হংকং, অস্ট্রেলিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা বাংলাদেশে ব্যয়ের তালিকায় রয়েছেন এগিয়ে।

প্রতিবেদনে বলা হয়, বিদেশি নাগরিকরা মার্চ মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশে মোট খরচ করেছেন প্রায় ২৩৭ কোটি টাকা যা কিনা আগের মাসের চেয়ে ১০ দশমিক ৩০ শতাংশ বেশি।

সোনালীনিউজ/এমটিআই