ঢাকা : বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে সরকারকে ঋণ দিয়ে ৭ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ডলার বিক্রি করে ৬ হাজার কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে দুই হাজার কোটি টাকা মুনাফা হয়েছে।
সব মিলে গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে। এর মধ্যে ৪ হাজার ২৫২ কোটি টাকা খরচ হয়েছে।
নিট মুনাফা ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। নিট মুনাফার পুরোটাই সরকারের কোষাগারে চলে গেছে।
[205409]
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুরো বিষয়টি অনুমোদন দিয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সভাপতিত্ব করেন। এ সময় পরিচালকরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার ৮৯৯ কোটি টাকা নিট মুনাফা করে। যা বিদায়ি অর্থবছরে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা হয়েছে। অর্থাৎ এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৮২ দশমিক ২০ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করে ৬ হাজার ২৯ কোটি টাকা।
বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রেকর্ড পরিমাণ ডলার বিক্রি ও সরকারকে ঋণ দেয়। ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক।
[205442]
এর আগে, ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে, ২০২২-২৩ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকা রেকর্ড পরিমাণ ঋণ নেয়। এর মধ্যে পুরো অংশই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া। এ দুই খাত থেকে বাংলাদেশ ব্যাংক গত বছর বেশি আয় করে।
এদিকে, মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসাবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। সেটা মঙ্গলবারের বোর্ড সভায় গৃহীত হয়েছে।
এর আগে, ১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান হিসাবে নগদ ফাইন্যান্স পিএলসির চূড়ান্ত লাইসেন্স অনুমোদন করা হয়।
তবে, ব্যবসায়িক কার্যক্রম শুরু করার আগেই নগদ ফাইন্যান্স পিএলসি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স সমর্পণের আবেদন করে চিঠি পাঠায়। ১০ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়।
এমটিআই