শ্যামপুর সুগারের শেয়ার ‘কারসাজি’ তদন্তে কমিটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৫৭ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: রাষ্ট্রায়াত্ব রুগ্ন প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ারের অস্বাভা‌বিক দর বৃ‌দ্ধির কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৯২ টাকা। যে শেয়ারটি ২৬ অক্টোবর বেড়ে দাঁড়ায় ১৫৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬৪ টাকা ২০ পয়সা বা ৭০ শতাংশ।

এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে ডিএসইকে ১৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়কালীন লেনদেনের উপর তদন্ত করতে বলেছে বিএসইসি। কমিটিকে পরবর্তী ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ওয়াইএ